জানে আলম,নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে যানজট নিরসনে ৮ নং বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলীর উদ্যোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারপাশে যানজট নিরসন ও চুরি ছিনতাই রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে ১৬ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।সিসি ক্যামেরা স্থাপনের পূর্বে উপজেলার চৌরাস্তা মোড়ে ব্যাপক যানজট চোখে পড়লেও বর্তমানে তা কমে এসেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। বিভিন্ন মহল যানজট নিরসনে চেষ্টা করলেও তেমন ফলপ্রসূ হয়নি।ইতিমধ্যে ৮ নং বড়বাড়ী ইউপি চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি আকরাম আলীর নিজ উদ্যোগে গ্রাম পুলিশদের সহায়তাই বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে যানজট নিরসন,পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফুটপাতে দোকানপাট উচ্ছেদে সফল হয়েছেন।
সিসি ক্যাসেরা স্হাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,ইউপি সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বড়বাড়ি ইউপি চেয়ারম্যান আকরাম আলী জানান, আমি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। প্রশাসনের কাছে জোর দাবি বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে যাতে একটি ট্রাফিক পুলিশ বক্স দ্রুত স্থাপন করা হয়।
এদিকে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ইউপি চেয়ারম্যান আকরাম আলী কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান,বড়বাড়ী ইউপিরচেয়ারম্যান আকরাম আলী যানজট নিরসনে যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাকে সহযোগিতা করতে চাই।আমরা ইতিমধ্যে মিটিং এ আলোচনা করেছি বালিয়াডাঙ্গী চৌরাস্তা মৌড়ে অচিরেই এডিপির বরাদ্দ থেকে পুলিশ ট্রাফিক বক্স নির্মাণ করবো।