এস এম মাসুদ রানার,বিরামপুর,দিনাজপুরঃ দিনাজপুর জেলার অন্যতম সুন্দরতম স্থান হিসাবে বিরামপুর উপজেলার মানুষ আর কিছুদিন পর পেয়ে যাবে উপজেলা চেয়ারম্যান জনাব খাইরুল আলম রাজুর গড়া স্বপ্নের স্থান “একুয়া থিম পার্ক”। অপরূপ সৌন্দের্যের মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে এ সুন্দর বিনোদন পার্কটি। পার্কের ভিতরে প্রবেশ করলে দর্শনার্থীরা দেখতে পারবেন শত শত দেশ ও বিদেশের হরেক রকম ফুলের গাছ। ফুলের গাছের পাশাপাশি এখানে রয়েছে ফলের অনেক ধরনের বৃক্ষ। সুইমিং করার জন্য এখানে গড়ে তোলা হচ্ছে দুটি আলাদা আলাদা সুইমিং পুল, ছোটদের জন্য একটি এবং বড়দের জন্য একটি।
একুয়া থিম পার্কে রয়েছে হাতিরঝিলের ন্যায় সুদৃশ্য ব্রীজ ও নানা রকমের আলোক ব্যবস্থা যা রাতে এ পার্কের সৌন্দর্য্য অনেক গুণে বৃদ্ধি করে থাকে। একুয়া থিম পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটি পুকুর এবং একটি অপরূপ লেক। কৃত্রিম বিভিন্ন প্রাণীর ভাস্কর্য্য রয়েছে একুয়া থিম পার্কের বিভিন্ন পয়েন্টে।
রয়েছে আবাসিক ব্যবস্থা , ভিআইপি গেষ্টের জন্য রয়েছে এটাস্ট সুইমিং পুলের ব্যবস্থা যা অনেক আর্কষনীয় হবে বাংলাদেশের ভ্রমণপিয়াসুদের কাছে। একুয়া থিম পার্কটি বিরামপুর সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। দ্রুত পার্কটির কাজ এগিয়ে চলেছে, পার্কের ম্যানেজারের সাথে কথা বলে জানা গেছে নভেম্বরেই পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। পার্কের প্রবেশ পথেই রয়েছে লাভ আকৃতির অতি সুন্দরময় অনেকগুলো পিলার যা সকলের অনেক ভালো লাগবে ।