বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই’র উদ্যােগে জৈন্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে।
গত ৯ নভেম্বর বুধবার সকালে মেলা উদ্বােধন করেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
মেলা উপলেক্ষ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা সমাজসেবা অফিসার এ,কে আজাদ ভূইয়া, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার ওয়াহিদুজ্জামান, জৈন্তাপুর বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকাতা তসলিমা বেগম, তথ্য আপা তসলিমা ফেরদৌস মনি, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের তৈরী করা বিজ্ঞান ভিত্তিক উপকরণ এবং সরকারী সেবা সংক্রান্ত ব্যাংক সহ সরকারী বিভিন্ন দপ্তরের স্টল ছিল।
বিকেল মেলার সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের সেবাগৃহিতা দপ্তরের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।