হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ছাত্র-ছাত্রীদের নিয়ে মেহেরপুর জেলা স্কাউট ভবনে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মেহেরপুর জেলা স্কাউট ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের ছাত্র ছাত্রীরা সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউট আর্টস এন্ড ডিজাইন বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলার পরিচালনায় মেহেরপুর স্কাউটদের অংশগ্রহণে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় মোট ৪৬জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।হস্তাক্ষর পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাএ-ছাত্রীরা সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ করেন।
পরীক্ষা শেষ হবার ২ঘন্টা পর ছাত্র-ছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয়।
১ম জান্নাতুল নুসরাত নিঝুম শহীদ ক্যাপ্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর।
২য় আনিকা শহীদ ক্যাপ্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর।
৩য় আদিল তাসনিম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর।
৪র্থ ইয়াফাফেরদৌসী মৌনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫ম রত্না শহীদ ক্যাপ্টেন সরকার প্রাথমিক বিদ্যালয়। ৬ষ্ঠ মোহাম্মদ ফারহান সাদিক কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭ম ইরিনা কাকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮ম সাহেদ রেজা শহীদ ক্যাপ্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ম জয়নেত্রী হালদার শহীদ ক্যাপ্টেন সরকার প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর।
১০ম নাফিসা আনজুম মোনাখালী সরকারের প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে মোট ৪৬জন ছাত্র ছাত্রীর মধ্যে ১০ জন কে মেগা পুরস্কার ও ৩৬ জনকে সান্তনা পুরস্কার ও সনদ পত্র দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃশরিফুজ্জামান সাধারণ সম্পাদক স্কাউট মেহেরপুর জেলা, প্রধান অতিথি মতুরাম চৌধুরী, উপ-পরিচালক বাংলাদেশ স্কাউট ঢাকা সদর দপ্তর, দয়াময় হালদার খুলনা বিভাগীয় সহকারী পরিচালক,
মোঃ আশরাফুজ্জামান সাধারণ সম্পাদক সদর উপজেলা ,রৎ ছবি বিশ্বাস উপজেলা কমিশনার মুজিবনগর, মোঃ ফারুক হোসেন ক্যাবলিডার মুজিবনগর উপজেলা, মোঃ মিনারুল ইসলাম ক্যাব লিডার মেহেরপুর সদর উপজেলা, মোঃ নূরুল গণি কোষাধ্যক্ষ,মেহেরপুর সদর উপজেলা, মোহাম্মদ আবু সালেহ আহমেদ গ্ৰুপ সভাপতি মেহেরপুর সদর, মোঃ এনামুল হক ইউনিট লিডার, মোছাঃ নূরজাহান বেগম ইউনিট লিডার, মোছাঃ লায়লা নাসরিন ইউনিট লিডার মোছাঃ ফেরদৌসী ইউনিট লিডার, মোঃসাজাহান,ইউনিট লিডার,প্রমুখ উপস্থিত ছিলেন।