জাকির হোসেন সুমন,ব্যাুরো চিফ ইউরোপঃ ইতালির ভেনিস বাংলা স্কুল’র ১৭ বছর পূর্তিতে উৎসবে মেতেছিলো ভেনিস প্রবাসী বাংলাদেশিরা। কমিউনিটির সুধীজন থেকে শুরু করে সব স্তরের মানুষের মিলন মেলায় পরিনত হয়েছিলো পুরো অনুষ্ঠান মেস্ত্রের স্থানীয় একটি হলরুম।
ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা মেতেছিলো উৎসবের আমেজে। সবাই সেজেছিলেন বাহারি সাজে । শিশুদের উৎসাহ উদ্দিপনায় গোটা উৎসব যেনো রঙ্গিন হয়ে উঠেছিলো।
ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের নিয়ে আসা দেশিও পিঠাপুলির পরশ সাজানো হয়েছিলো উপস্থিত সবার জন্য।
স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তৃতা রাখেন, বাংলাদেশ কম্যুনিটির নেতৃবৃন্দ।
বাংলা স্কুলের ১৭ বছরের ইতিহাস তুলে ধরেন সিনিয়র সহসভাপতি এমডি আকতার উদ্দিন।
সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায়, কুরআন থেকে তিলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।
নাচে গানে মাতিয়ে তোলেন বাংলা স্কুল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলামিস্ট ও সাংবাদিক পলাশ রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের নাসির উদ্দীন পান্না, হান্নান মিয়া, রুনু আক্তার, সুরাইয়া আক্তার, আসিক পলস্, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী, সুমন সরকার, আফাই আলী, রিয়াজুর ইসলাম, কামরুজ্জামান উজ্জ্বল, লিটন মিয়া , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন , সহ সভাপতি নাজমুল হোসেন , সোহানুর রহমান উজ্জল , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল সহ অনেকে।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইতালিয়ান স্কুলের শিক্ষীকাসহ মিডিয়া কর্মী।