এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্নাঢ্য আয়োজনে ফাস্ট ন্যাশনাল সান্তাল মিউজিক ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার কাটবাড়ী ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া তালতলা খেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ফ্যাস্টিভ্যাল এর উদ্বোধন করেন, প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রবিউল হাসান।
এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, হামিদপুর ন্যাশনাল লাইব্রেরীর সভাপতি আমিনুল ইসলাম তুষারসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন ও সাওতাল মিউজিশিয়ান এ্যাসোসিয়েশন(সামাব)এর আয়োজনে কারিতাস, হামিদপুর ন্যাশনাল লাইব্রেরীসহ স্থানীয়রা এ অনুষ্ঠানে সহযোগীতা সহ এতে সারা দেশের স্বনামধন্য সান্তাল ভাষা ভাষির সংগীত শিল্পী ও ব্যান্ডদল মিউজিক ফ্যাস্টিভ্যালে অংশ গ্রহণ করেন।