মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ কবি ও কথা সাহিত্যিক টি এম মনোয়ার হোসেনের জন্ম উৎসব ও ধূমকেতু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে গ্রামীণ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়ায় এই খেলার আয়োজন করা হয়।
গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল- চোখ বেঁধে হাঁস ধরা, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, হাড়িভাঙা, বালিশ খেলা, হাতি উড়ে না পাখি উড়ে ইত্যাদি।
খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধূমকেতু সাহিত্য পরিষদের নির্বাহী পরিচালক কবি ও কথা সাহিত্যিক টি এম মনোয়ার হোসেন, মাসিক হিমালয় সাহিত্য পত্রিকার সম্পাদক নুর হাসান, চাকলাহাট ইউপির ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ধূমকেতু সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
খেলায় অংশগ্রহণকারী মিরাজ হাসান অন্তর বলেন, আমাদের এলাকায় অনেকদিন ধরে গ্রামীণ খেলা হয় না। খেলায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগতেছে।
ধূমকেতু সাহিত্য পরিষদের নির্বাহী পরিচালক কবি ও কথা সাহিত্যিক টি এম মনোয়ার হোসেন বলেন, আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।
পঞ্চগড়।