মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল পলাশপুর জোন ৪০ বিজিবির উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি (সীপকস)।
রবিবার( ১৩ নভেম্বর ) সকালে পলাশপুর জোন সদরে ৪০ বিজিবির উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি (সিপকস) এর উদ্যোগে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, পলাশপুর জোন ৪০ বিজিবির উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতি (সিপকস) এর সাধারণ সম্পাদিকা ও পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসির পত্নী তাসনিয়া সুলতানা।
দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে পলাশপুর জোন ৪০ বিজিবির উপ-শাখা সীমান্ত পরিবার কল্যান সমিতির সাধারণ সম্পাদিকা তাসনিয়া সুলতানা বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশপুর জোনের সুবেদার মেজর মোঃ নুরুল ইসলাম, সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ আলাতফ হোসেনসহ সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বিজিবি পরিবারের নারী ও শিশুদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। বিজিবিতে কর্মরত ব্যক্তিবর্গের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা নারীদের কল্যাণেও সীপকস যথাসম্ভব সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় পলাশপুর জোন সদরে সীমান্ত পরিবার কল্যান সমিতির সাধারণ সম্পাদিকা তাসনিয়া সুলতানা পলাশপুর জোনের আওতাধীন সীমান্ত পার্শ্ববর্তী এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।