মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় একসাথে ৩ নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কেয়া খাতুন (২২) নামের ওই গৃহবধু এসব সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ তিন নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। ড. শঙ্কর প্রসাদ বিশ্বাস ও ড. মানসুরা ইয়াসমিন এই সফল অস্ত্রোপচারের দায়িত্ব পালন করেন।
তিন নবজাতকের বাবা কালিগঞ্জ উপজেলার মৌতলার জাকির হোসেন জানান, নবজাতক তিনটি শিশুই বর্তমানে সুস্থ্য আছে। তিনি ফেরী করে পাড়ায় পাড়ায় লেপতোষক বিক্রি করেন। কোন রকমে তাদের সংসার চলে। তাদের পূর্বে মিনহাজ খান নামের ৪ বছরের একটি সন্তান রয়েছে।
বৃহস্পতিবার সিজারের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী কেয়া খাতুন এই তিন সন্তানের জন্ম দেন। তবে, আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় বাচ্চাদের দুধ কিনতে তার হিমশিম খেতে হবে বলে তিনি আরো জানান।
সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের ইনচার্জ ড. শঙ্কর প্রসাদ বিশ্বাস জানান, নবজাতক তিন শিশুসহ তাদের মা বর্তমানে সুস্থ রয়েছে। বাচ্চা তিনটির ওজনও ঠিক রয়েছে।