তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বিএমএফ টেলিভিশন এর ৪র্থ বর্ষপূর্তি।
৪র্থ বর্ষে পদার্পন করলো অষ্ট্রেলিয়া থেকে সম্প্রচারিত বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশন। যা ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের স্যাটেলাইটে সম্প্রচার হতে যাচ্ছে বিএমএফ টেলিভিশন।
চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আজ শনিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুলসান ০১ নাম্বার আভিজাত জব্বার হুটেল ও রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা,শ্রম মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বংগবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শেখ ইলিয়াছ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ওসি কাজী আনোয়ার হোসেন, সি আই ডির ওসি কানিজ ফাতেমা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুজ্জামান শিপন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরয়ান থেকে তেলোওয়াত করেন সোহেল রানা। এরপর অনুষ্ঠানের সভাপতি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বংগবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শেখ ইলিয়াছ উর রহমান।অনুষ্ঠানের সভাপতি চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে সকলের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, সীমান্ত প্রতিনিধি রিপন মিয়া ও সুনামগঞ্জের বিশেষ প্রতিনিধি জাকিয়া সুলতানা।