লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহিতাদের মুখোমুখি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাসপোর্ট অফিসের সেবার মান উন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে ২২ নভেম্বর দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাক সভাপতি ম.ম জুয়েল। টিআইবির জেলা কো-অর্ডিনেটর মাসুদুল আলমের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোরাদ চৌধুরী, পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও ১ মোঃ মামুন অর রশিদ, কিশোরগঞ্জ মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি এ্যাড. হামিদা বেগম, শতাব্দীর কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম.এ আকবর খন্দকার, সনাক এর সহ-সভাপতি রওশন আরা, সদস্য ফিরোজ উদ্দিন ভূঞা, এ্যাড. মায়া ভৌমিক, দৈনিক
মানবকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাদির।কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম কর্তব্যরত আনসারদের দ্বারাই পরিচালিত হয় বলে প্রমাণিত এবং একই ব্যক্তিদের বারবার আনাগোনাসহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়। তার মধ্যে ইয়েস গ্রুপের সদস্য হাকিমুল ইসলাম ভূঞা অভিযোগকারী সেবাগ্রহীতা কিশোরগঞ্জ সদর উপজেলার অভি, কুলিয়ারচরের আলমগীর হোসেন, তাাড়ইলের সাহেদ আলী, নিকলীর তোফায়েল আহম্মেদ, পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল মাসুদ, হোসেনপুরের সুজন মিয়া, বাজিতপুরের রবিন ভূঞা, করিমগঞ্জের আব্দুর রহমান রাসেল প্রমুখ। এ সমস্ত জনগুরুত্বপূর্ণ অভিযোগ প্রতিকারের লক্ষ্যে সমস্যা নিরসনে সহকারী পরিচালক ও ডিআইও ১ সম্মিলিতভাবে
ব্যবস্থা গ্রহণ, দালালচক্রের দৌরাত্ম, র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন