বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক ও এক অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ব্যবসায়ী সমাজ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজারের রাজনগর হাট এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি ওই এলাকায় কিছু পেরিফেরিভুক্ত দোকান মালিকের সঙ্গে অসাধু চক্রের বিরোধ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কতিপয় ব্যক্তি প্রকৃত মালিকদের মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে। ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আলীম বলেন, পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসাবান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।