মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় দুধে ভেজাল মিশিয়ে বিক্রি,ভোক্তা অধিদপ্তরের অভিযান হয়েছে। আজ ২৯ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের অজিদ ঘোষ,এর বাড়িতে এ অভিযান হয় ।সে ছনকা গ্রামের মৃত ভদ্র ঘোষ এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দুধে অপদ্রব্য মেশানো হয় এমন তথ্য পেয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনৈক ব্যক্তির বাসা থেকে দুধে পরিমাণ বাড়ানো জন্য ব্যবহৃত ডেনিস কনডেন্স মিল্ক এর প্রায় ৫০ টা কৌটা,পচন রোধে ব্যবহৃত ৪০ কেজি ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড ,ক্রিম উঠানো মেশিন,ব্লেন্ডার ইত্যাদি জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ তৈরি করে স্থানীয় মিষ্টির দোকান এবং চিলিং পয়েন্টে বিক্রি করেন। জনৈক ব্যক্তি তার সকল অপরাধ স্বীকার করেন এবং পরবর্তীতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।