কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পর্যটন এলাকায় যুবক যুবতীদের ফটোগ্রাফীর উপর দক্ষতাবৃদ্ধিমূলক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে গত ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জন ফটোগ্রাফার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং,জাইকার প্রতিনিধি আজিজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক এসএম শহিদুল ইসলাম, ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ নাসির, প্রথম আলোর স্টাফ ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটোগ্রাফি এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব। গণমাধ্যমের প্রচার ও প্রকাশনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সমাজের সঠিক চিত্র একটি ছবির মাধ্যমে ফুটে উঠে। প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করে তোলে। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণের মধ্যদিয়ে ফটোগ্রাফারদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। যা থেকে ব্যক্তি সমাজ ও দেশ উপকৃত হবে।