তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর রায়পাড়া কালী মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরীনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত। হরীনাম সংকীর্তন গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে চলবে শুক্রবার পর্যন্ত। আজ বৃহস্পতিবার হরীনাম সংকীর্তন পরিদর্শন করেন ভাটি অঞ্চলের সিংহ পুরুষ মাঠি ও মানুষের নেতা, পরোপকারী উন্নয়নের সারথী,আলোকিত তাহিরপুরের স্বপ্নদ্রষ্টা সফল উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের জননন্দিত জনতার চেয়ারম্যান জনাব জুনাব আলী, ছিলেন মধ্য নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব রঞ্জন টিটু,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, মুক্তিযুদ্ধা শীতেষ রায়, ব্যাবসায়ী রতন কুমার গাঙ্গুলী,পুজা উৎযাপন কমিটির সভাপতি মিন্টু রায়, সাধারণ সম্পাদক রুপক কুমার দাস, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, ইউপি সদস্য জয় রায়,ছাত্রলীগ সহঃসভাপতি রুবেল,সমাজ সেবক দিবাকর রায় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এতে নামামৃত কীর্তন পরিবেশন করছেন রাধা বিনোদিনী অষ্টসখী সম্প্রদায় গোপালগঞ্জ, রাই রসরায় সম্প্রদায় গোপালগঞ্জ, জয় মা শ্রীবানী সম্প্রদায় খোলনা, ভবতারিণী সম্প্রদায় বাগেরহাট, আদি শ্রীনাম সংঘ সম্প্রদায় চানপুর জামালগঞ্জ, পারিজাত সম্প্রদায় শ্রীপুর মধ্যনগর।
তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্বশান্তির প্রত্যাশায় মধ্য তাহিরপুর রায়পাড়া কালি মন্দিরে ৩৮ তম এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। তাহিরপুর উপজেলায় বিভিন্ন মন্দিরে ব্যাপক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে এ বছর হরিনাম সংকীর্তন উৎযাপন হচ্ছে।প্রতিবছর মহানাম সংকীর্তন ঘিরে ব্যাপক মানুষের সমাগম ঘটে, তিনি আরও বলেন আপনারা আমাদের প্রধান মন্ত্রী গন মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন ওনি যেন সবসময় ভাল থাকেন।