এসকে এম হুমায়ুন,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় অদ্য ৯ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা সহকারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এস এস তারেক সুলতান কর্তৃক মহান জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের পর শেখ তন্ময় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, সাব-রেজিষ্টার তুপা বসু, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমীর বরণ পাইক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি স্বাগত বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন মহিলাকে জয়িতা হিসেবে স্মৃতি স্মারক ও সম্মাননা প্রদান করা হয় ও সমাগত সুধি ও অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হয়।