বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ (১০ডিসেম্বর) শনিবার দুপুর ১২ ঘটিকায় ও বৈকাল ৪ ঘটিকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশনায় দিনাজপুর হতে ঘোড়াঘাট গামী মহাসড়কের দক্ষিণে মির্জাপুর মোড়ে মোছলেমা খাতুন দম্পতির খাবার হোটেলের ভিতর থেকে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত থাকার আসামী মোছাঃ মোছলেমা খাতুন (২৬), স্বামী-মোঃ রুহুল আমিন, সাং- বেগমপুর, থানাঃ বিরামপুর এর হেফাজত হতে সাদা পলিথিনে ভিতরে রক্ষিত ১৫০ (এক শত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, একটি কালো রংয়ের অ্যান্ড্রোয়েট মোবাইল ফোন, একটি গাঁজা পরিমাপক ছোট দাড়িপাল্লা উদ্ধার পূর্বক তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে সময় তার স্বামী মাদক ব্যবসায়ী আসামি মোঃ রুহুল আমিন কৌশলে পালিয়ে যায়।
অপরদিকে একই দিনে বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের প্রাণনাথপুর আদিবাসী পাড়ার মিজানুর রহমান ও আশা দম্পত্তির উত্তর দিক মুখী বসতবাড়ির উঠান হতে ৬৩ বোতল ফেন্সিগ্রিপ + ১৫ বোতল ফেন্সিডিল= ৭৮ বোতল (ফেন্সিগ্রিপ ও ফেন্সিডিল) সহ মাদক ব্যবসায়ী আসামী আশা বেগম (২৯) স্বামী- মোঃ মিজানুর রহমান, গ্রাম প্রাণনাথপুরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে সময় তার স্বামী মাদক ব্যবসায়ী আসামী মোঃ মিজানুর রহমান কৌশলে পালিয়ে যায়। উভয় ঘটনায় বিরামপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে। উক্ত অভিযানের নেতৃত্ব দেন বিরামপুর থানার অফিসার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার, উপ-পরিদস্য (এসআই) মোঃ মামুনুর রশিদ ও সঙ্গীয় অফিসার ফোর্স। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, অভিযান চলমান আছে, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানা।