তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিনটি ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার শ্রীপুর দক্ষিণ,দক্ষিণ বড়দল,উত্তর শ্রীপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে এই গণশুনানি হয়। গনশুনানীতে সভাপতিত্ব করেন উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আসাদুজ্জামান রনি,পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ শওকত উজ্জামান,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনূছ আলীসহ গণশুনানি কার্যক্রমে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, প্রতিটি ইউনিয়নের কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।২০২২—২০২৩ অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের গণশুনানিতে
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন,কৃষকদের কষ্টের ফলানো এক ফসলী বোরো ধান সঠিক ভাবে গোলায় তুলতে পারে তার জন্য ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মান কাজ দ্রুত শুরু করা হবে।কাজে কোন ধরনের অনিয়ম হয় কি না সবাইকে খবর রাখতে হবে।