সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চলের কৃষিপণ্য ব্যবসায়ীদের এক প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম টিডিএইচ ট্রেইনিং সেন্টারে সপ্তাহব্যাপী কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। এ সময় আরা বক্তব্য রাখেন সুইস কনটাক্ট এর ইটারভেনশন এ্যারিয়া ম্যানেজার মোঃ আনায়ারুল ইসলাম, সুইস কটাক্ট এর ক্লাস্টার অফিসার মোঃ ফরহাদ হাসন, শ্রীপদ সরকার, মহিদেব এমফারসি প্রজেক্ট ইনটারভেনশন স্পশালিস্ট মোঃ মাহমুদ কবীর, সিনিয়র ইনটারভেনশন অফিসার মোঃ রবিউল ইসলাম, মনিটরিং অফিসার বলরাম ঘোষ, মোঃ লুৎফর রহমান, মোঃ জেসমিন আক্তার, সুধাংশু কুমার রায়, ট্রেইনার মোঃ আমিনুল ইসলাম।
আয়োজকরা জানান, চর এলাকার ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা বিষয় কর্মশালায় প্রশিক্ষন প্রদান করা হয়। বিশেষ করে চরাঞ্চলের উৎপদিত পণ্য ক্রয় ও সংরক্ষনের আধুনিক পদ্ধতির ব্যবহার করে এর গুণগত মান ঠিক রাখা সহ সঠিক বিপনন পদ্ধতি প্রশিক্ষনে উপাস্থপিত হয়।