মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানের মাধ্যমে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য শাল্টু ও খোলা লবণ ব্যবহারের অপরাধে এক হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
রোববার (১১ই ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. শামসুল আলম। এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।
অভিযানে উপজেলার আন্ধারুর মোড় এলাকায় অবস্থিত রিফাত হোটেলে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য শাল্টু ও খোলা লবণ ব্যবহারের অপরাধে হোটেল মালিক মো. তরিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।