তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে আজ মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তাহিরপুর শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, তাহিরপুর উপজেলার চৌকস কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, তাহিরপুর পুলিশ সার্কেল সাহিদুর রহমান, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, ছাত্রলীগ সাবেক সভাপতি শুভন,সাধারণ সম্পাদক আবুল, সাংবাদিক মুন্না সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে সকাল ৮টায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন তাহিরপুর উপজেলার উন্নয়নের সারথি আগামীর স্বপ্ন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদের সফল উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ও তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন।
এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।