মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়েছে। ৭টায় মুজিবনগর স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ করেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এরপর মুজিবনগর থানার ওসি মো: মেহেদী রাসেল, মুক্তিযুদ্ধা আহসান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা করেন। সকাল ৮.৩০ মিনেটে উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা যৌথ ভাবে উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান জিউদ্দীন বিশ্বাস, নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল । পরে কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, বি এন সি সি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, কাব গালস্ গাইড। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা ডিসপ্লে¬ প্রদর্শন করে।
১১টায় বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।