মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁওতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ বিজয় রেলী, মানব মানচিত্র তৈরি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আনুষ্ঠানিকতার আয়োজন করে।
ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিজয় দিবসের দিন বিকেলে আলোচনা অনুষ্ঠান, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের (দৈনিক ইনানি /বাংলাদেশ বেতার) সভাপতিত্বে এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর (দৈনিক কক্সবাজার প্রতিদিন), সংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন (দৈনিক আজকের কক্সবাজার বার্তা), সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (দৈনিক কক্সবাজার সংবাদ), কার্যকরী সদস্য আজিজুর রহমান রাজু (দৈনিক দেশবাংলা), নুরুল আজিম মিন্টু (দৈনিক আপন কণ্ঠ), রাশেদ কামাল (দৈনিক হিমছড়ি)সহ অন্যান্যরা।
ঈদগাঁও উপজেলা আওয়ামীলী, উপজেলা বিএনপি, ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ঈদগাঁও থানা পুলিশ এবং ইউপি প্রশাসনের উদ্যোগেও বিজয় দিবসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে আকর্ষণীয় মানব মানচিত্র তৈরি করা হয়। এসময় শিক্ষার্থীরা নিজেদেরকে সবুজ কাপড়ে আচ্ছাদিত করে।