কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে কচুয়ায় বাংলাদেশ লুথারেন চার্চ মিশন পরিদর্শন করেছেন পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু
২১ ডিসেম্বর(বুধবার) কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশ লুথারেন চার্চ মিশন(বি.এল.সি.এম) পরিদর্শন করেন পিআইও অঞ্জন কুমার কুন্ডু।এ সময় তিনি বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন ও লুথারেন চার্চ মিশন সম্পর্কে খোঁজ খবর নেন।
এদিন চার্চের সদস্য উথান হালদারের স্ত্রী আন্না হালদার বলেন,বিদেশি অর্থায়নে এ চার্চের কার্যক্রম শুরু হয়েছিল এখানে লিভিং ষ্টোন লুথারেন গীর্জা এবং স্কুল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে।তিনি আরো বলেন ভাষা গ্রামে তাদের চার্চের আরো অনেক সদস্য রয়েছে।খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে চার্চ পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে।বিভিন্ন স্থানের মতো এখানেও বড়দিন উদযাপন হবে।বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন এমনটি আশা করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও বিএমএফ টেলিভিশনের সাংবাদিক উজ্জ্বল কুমার দাস।