নিজস্ব প্রতিবেদকঃ ২২শে ডিসেম্বর ২০২২ ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট অফ বাংলাদেশ (সিসিআরটিবি) সংগঠনটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় ন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার রিসার্চ-২০২২। কনফারেন্সটি অনুষ্টিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে।
দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে ক্রমশ উদ্বেগ বেড়েই চলছে। কিন্তু ক্যান্সারের ধরন, বর্ধিত ক্যান্সার ঝুঁকি প্রতিরোধ, বাংলাদেশে ক্যান্সার গবেষণার বর্তমান অবস্থার উন্নতির জন্য ক্যান্সার গবেষণা ইত্যাদি বিষয়গুলোতে জাতীয় পরিসরে দৃশ্যমান কোন আলোচনা দেখা যায় না। উক্ত প্রয়োজনবোধ থেকেই সিসিআরটিবি আয়োজন করে ন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার রিসার্চ এর। যেখানে একত্রিত হচ্ছেন বাংলাদেশে ক্যান্সার গবেষণার সাথে জড়িত প্রথিতযশা গবেষকগণ।
কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, প্রেসিডেন্ট, ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি ক্লাব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম এর ডিরেক্টর, প্রফেসর এম এ হাই। বিশিষ্ট বক্তাবৃন্দের মধ্যে ছিলেন প্রফেসর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর রিসার্চ ফেলো, পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটিসটিকস, ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন এর অধ্যাপক ড. হাফিজ খান, ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের সাবেক প্রধান ড. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, এবং ইউনিভার্সিটি অব টেক্সাস, এল পাসো-র ফার্মাসিউটিকেলস/বায়োমেডিকেল ইঞ্জিনয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নুরুন্নবি।