দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের ঢাকা সিআইডিতে বদলী হওয়ায় আজ সোমবার সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে বিদায়ী মতবনিময়ে সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় রাজশাহীর ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দুই বছর চার মাস কর্মময় সময়ের নানা দিক নিয়ে আলোচনা করেন, এ সময় সাংবাদিকবৃন্দ বলেন, করোনা কালীন সময়ে আপনার দক্ষ নেতৃত্বে আরএমপির সমস্ত পুলিশ মানবিক পুলিশে পরিণত হয়েছিল, হতদরিদ্রদের মাঝে খাবার পৌঁছানো, অসুস্থদের বাসায় বাসায় গিয়ে অক্সিজেন পৌঁছানো, রোগ সংক্রমণ যাতে আরো বৃদ্ধি না পাই সে দিকটি লক্ষ্য রেখে পুলিশের রাত দিন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করা এক অনন্য ইতিহাসের সৃষ্টি করেছে। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও স্থাপনা সমুহে সিসি ক্যামেরা স্থাপন করে যে নিরাপত্তা বলয় আপনার দক্ষ নেতৃত্বে তৈরি হয়েছে, সেটির জন্য রাজশাহীবাসী আপনাকে চির স্মরণীয় করে রাখবে।
সাংবাদিকদের বক্তব্য শেষে বিদায়ী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, বাংলাদেশের কাছে রাজশাহীকে একটি মডেল সিটি হিসেবে, তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইয়েরা, করোনা কালীন সময়ে মানুষ যখন ঘর থেকে বের হয় না আমরা আরএমপি পুলিশ তখন জনগণের দোরগোড়ায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছি, খাবার পৌঁছে দিয়েছি, মাস্ক দিয়েছি।
স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর হলেও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর স্থাপন করেছি, নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে একদিনে ৬০০ পুলিশকে বদলি করেছি, আমি জানিনা আমি কতটুকু সফল হয়েছি তার মূল্যায়ন আপনাদের কাছে।