মোঃ মজিবর রহমান শেখঃ ২৬ ডিসেম্বর সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করার লক্ষ্যে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান , সভাপতি ঠাকুরগাঁও সদর, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, ঠাকুরগাঁও জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন, ইএসডিও – সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, এবং ইএসডিও – সিএলএমএস প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার তাহমিনা ইয়াসমিন। উক্ত প্রশিক্ষণে ইএসডিও – সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল “প্রকল্পের কার্যক্রম,ঠাকুরগাঁও সদর উপজেলার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য তুলে ধরেন ও বর্তমান চলমান অগ্রগতি গুলো নিয়ে আলোচনা করেন”। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন “ ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিকদের অবশ্যই স্কুলমুখী করার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পর্যায়ে সবার আগে শিশুশ্রম বন্ধ করতে হবে এজন্য তিনি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। ঠাকুরগাঁও সদর উপজেলার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য তুলে ধরার জন্য তিনি ইএসডিও – সিএলএমএস প্রকল্পকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ৩ টি পৌরসভা ও ৫৪ টি ইউনিয়নে ইএসডিও – সিএলএমএস প্রকল্পটি ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসণে কাজ করছে।