হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা যায়,উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি রেলগেটে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলতে ব্যাস্থ ছিল ওই চাত্র। সেই রেললাইনে ট্রেন আসতে ছিল সেই ট্রেনের ধাক্কায় ওই নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আদিতমারী নামুড়ি রেলগেট এলাকায় রাতে মোবাইল ফোনে PUBG খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাইফ উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।
নিহত সাইফ উদ্দিনের বাড়ি নামুড়ি রেলগেটের পাশে। সে নামুরী মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। তার পিতার নাম মোঃ মোস্তাক, তিনি পেশায় একজন অটো চালক।
পলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, নিহত সাইফ উদ্দিন রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে PUBG খেলছিলেন, এমন সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রাম বুড়িমারী ট্রেনের ধাক্কায় তাকে তিন টুকরো করা হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।