মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকায় আজ ৫ জানুয়ারী ২৩ একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ একটি চক্র কৃত্রিমভাবে মধু তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সাতক্ষীরা ভেজাল মধু বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন সাতক্ষীরা সদর থানা পুলিশ।অভিযানে পৌরসভাধীন নূর আলম মুকুল নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে কৃত্রিম মধু তৈরির সরঞ্জাম এবং কৃত্রিম মধু তৈরির কারিগর সহ প্রায় ১০ মণ ভেজাল মধু হাতেনাতে আটক করা হয়। তারা চিনি, রং, কৃত্রিম ফ্লেভার,ঘন চিনি ইত্যাদি দিয়ে ভেজাল মধু তৈরি করে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে স্বীকার করেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর মোবাইলে কোর্টের মাধ্যমে কৃত্রিম মধু তৈরির কারিগরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত প্রায় ১০ মণ কৃত্রিম মধু সিলগালা করা হয়েছে। সাতক্ষীরার মধুর চাহিদা সারা দেশ জুড়ে বিশেষ করে সুন্দরবন সংলগ্ন জেলা হওয়ায় এই জেলার মধুর কদর অনেক বেশি। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় কৃত্রিমভাবে মধু তৈরি করছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।