সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোপাল চন্দ্র রায়ের মনোনয়ন বাতিল করেছে রংপুর আঞ্চলক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন। রোববার (৮ জানুয়ারি) মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রংপুর আঞ্চলক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন জানান, ঠাকুরগাঁও-৩ আসনের উপ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৫ জনের মনোনয়ন বৈধ রয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, জাতাীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পার্টির এমদাদুল হক, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ ও বিএনএসএস এর সিরাজুল ইসলাম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী গোপাল চন্দ্র রায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য পদে রয়েছেন। ঋণ খেলাপির বিষয়ে গোপাল চন্দ্র রায় বলেন, একটি বেসরকারি ব্যাংক থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঋণ নিয়েছিলেন। সে ঋণের গ্রেন্টার ছিলাম আমি। ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার টাকা। নির্বচানে অংশ গ্রহণ করবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করবো। ঋণের টাকা পরিশোধ করা হয়েছে।