জাকির হোসেন সুমন,ব্যাুরো চিফ ইউরোপঃ ইতালির ভেনিসে বসবাসরত আব্দুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে মশিউর রহমান ও মতিউর রহমানের পরিচালনায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারন সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল এর উপস্থাপনায় কর্তিনা পর্বত ভ্রমণে অংশ গ্রহন কারীদের রেফেল ড্র এর মাধ্যমে যে ১০ জন বিজয়ী কে রবিবার মেস্ত্রে মসিউর রহমান এর বারে পুরস্কার প্রদান করা হয় । সে সময়
মহিলা ও উপস্থিত সাংবাদিকদের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন । সভায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহপুর গ্রামের ভেনিস প্রবাসী আব্দুর রাজ্জাক ।
উল্লেখ: ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে কর্তিনা পর্বত ভ্রমণ ও বনভোজন করেন ।
ইতালির ভেনিস হতে তিনটি বাস যোগে প্রায় ১ শত ৬০ জন কে নিয়ে কর্তিনায় যান।
বরফের চাদরে মোড়ানো পর্বত আরোহন করেন।
নজরকাড়া মনোরম দৃশ্য দেখে আনন্দ উল্লাসে মেতে ওঠে ।
বিশেষ পুরস্কার পেয়েছেন, আদিবা, নোহা, আয়েশা, তাইয়্যেবা, তানজিনা, রুপা
আখি আলম, ইসরাত, বদরুন্নেসা, নাফিসা নিপুন, সুমাইয়া, সুবর্ণা, হনুফা রহমান, হামিদা বেগম, ববিতা, আব্দুল রাজ্জাক, সোহানুর রহমান উজ্জল, মোহাম্মাদউল্লাহ সোহেল।
লটারি মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন
প্রথম পুরষ্কার যিনি পেয়েছেন, দোহা রহমান, দ্বিতীয় পুরস্কার আলী আশরাফ, তৃতীয় পুরস্কার সজীব, চতুর্থ পুরস্কার উচ্ছ্বাস, পঞ্চম পুরস্কার আনিসা, ষষ্ঠ পুরস্কার সান্ননি, সপ্তম পুরস্কার মুজিব শরীফ, অষ্টম পুরস্কার আয়েশা রহমান, নবম পুরস্কার আখিআলম, দশম পুরস্কার সানি। তৌফিক, শফিক, আলমগীর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।