মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ রামু ফতেখাঁরকুল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮,৭২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র্যাব-১৫, রবিবার রাত ১০টা ৫০ ঘটিকার সময় কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সোমবার ১৬ জানুয়ারী Rab-15 সংবাদ সুত্রে এসব তথ্য জানাগেছে।
রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া এলাকায় মোঃ আব্দুর রহিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তায় এক অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যক্তি মোঃ শফিকুল আলমের দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা এবং আবুল কাশেম এর দেহ হতে ২ হাজার ৭শ ২০ পিস ইয়াবাসহ সর্বমোট ৮ হাজার ৭ শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয়ের পরিচয় নতুন মিয়াজী পাড়ার বদি আহমদের পুত্র মো: শফিকুল আলম (৩৪), খায়রুল আমিনের পুত্র আবুল কাশেম (২০)।
এছাড়া আরো জানায়, দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।