মোঃ মজিবর রহমান শেখঃ ‘‘মুজিবশর্ত বর্ষের অঙ্গিকার, প্রতিষ্ঠিত হোক ভূমিহীনদের খাস অধিকার’’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) রহিমাপুর ইউপি চত্বরে এই ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে সিডিএর সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রহিমাপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি সভানু ঋষির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাইনুল আলম, দৈনিক দৃষ্টিপ্রিতিদিনের জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য নার্গিস বেগম, রিনা বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চিলিক সমন্বয়কারি কাউছার আলম।
বক্তারা বলেন জন্মনিবন্ধন শিশুর জন্মগত অধিকার। তাই শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে হবে। এছাড়া কোন ব্যক্তির মৃত্যু হলে মৃত্যু নিবন্ধন করতে হবে। খাস জমি চিহ্নিত করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে।