মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এসময় কোন চোরা শিকারীকে আটক করা সম্ভব না হলেও নৌকা ও বন বিভাগের দেওয়া একটি পাস উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
বনবিভাগের শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, হরিণ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালিয়ে তেরকাটি খাল থেকে ৩০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে। এসময় শিকারীরা হরিণের মাংস ফেলে বনের ভিতর পালিয়ে যায়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে।