মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। ৮ ফেব্রুয়ারি বুধবার সংস্থার ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার চাইল্ড প্রটেকশন অফিসার বৈদ্য ম্যানুয়াল প্রমুখ।
এ সময় সংস্থার সুবিধাভোগী অসহায় ও দুস্থ শিশুদের মাঝে খাতা, কলম, সাবানসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় মোট ৩ হাজার ৭৫০ জন শিশুর মাঝে এ উপকরণ বিতরণ করা হবে। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।