মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। সুন্দরবনের নোটাবেঁকী অভায়ারণ্য অঞ্চলে স্থাপিত ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে। তবে কে বা কারা এঘটনার সঙ্গে জড়িত সেটা এখনো জানা যায়নি।
চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। যেটা এখনো চলমান আছে। বাঘ গণনার জন্য ক্যামেরা ট্রাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে ক্যামেরা স্থাপনের কাজ করছে। এর ভেতরে সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হলেও নোটাবেঁকী অভায়ারণ্য অঞ্চলে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন বলেন, সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরা চুরির ঘটনা বিস্ময়ের। তবে ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছেন তারা।