রানা খান,প্রতিনিধি শ্রীপুর,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে মোসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম(র:) স্কুল অব এক্সিলেন্স উদ্যোগে এক অন্যরকম পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় স্কুল মাঠে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন অত্র স্কুলের প্রিন্সিপাল মোঃ আজহারুল ইসলাম।
অত্র স্কুলের ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষিকারা ১৯ টি স্টলের মাধ্যমে বাহারি রকমের সুস্বাদু পিঠা সাজিয়ে পিঠা উৎসবের অংশগ্রহণ করেন।
স্কুলের ছাত্রছাত্রী ,অভিভাবক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে স্টল গুলো ঘুরে দেখেন এবং সুস্বাদু, এই পিঠাগুলোর স্বাদ গ্রহণ করেন।
অত্র স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাক্কুর আম্মু বলেন, এইরকম আয়োজনে আমাদের ছেলে মেয়েরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচিত হইতে পারছে।
৩য় শ্রেনীর ছাত্রী হুজাইফার আম্মু বলেন, আমাদের ছেলে মেয়েরা পিঠা উৎসবে অংশগ্রহণ করে অনেক অনেক আনন্দিত উচ্ছাসিত ।এই ধরনের অনুষ্ঠান প্রতিটি স্কুলে হওয়া উচিত।
৩য় শ্রেনীর ছাত্র রাফি অভিব্যক্ত করে বলেন, এই পিঠা উৎসবে এসে অনেক ধরনের পিঠা খেয়েছি, অনেক আনন্দ করেছি।
মোসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম(র:) স্কুল অব এক্সিলেন্স এর প্রিন্সিপাল মোঃ আজহারুল ইসলাম বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম এক ধারক ও বাহক। আদিকাল থেকেই অঞ্চল ও ঋতু ভেদে নানা রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন।