উজ্জ্বল কুমার দাস,নিজস্ব প্রতিনিধি,বাগেরহাটঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এপি অফিসের আয়োজনে পিডি হার্থ কার্যক্রম ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
এ মাসের ৯ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হওয়া এ কার্যক্রম চলবে চলতি মাসের ২০ ফেব্রুয়ারী পর্যন্ত।বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এপি অফিসের মাধ্যমে জানাযায়,পিডি হার্থ গ্রুপ ও গ্রাম উন্নয়ন কমিটির সহযোগীতায় চলমান এ পিডি হার্থ কার্যক্রমে অংশ নেবে ৬-৩৬ মাস বয়সের মোট ২০২ জন শিশু ও তাদের মা অথবা পরিচর্যাকারী।ইতিমধ্যে আঃহামিদ হাওলাদারের বাড়ি সহ কয়েকটি স্থানে পিডি হার্থ সেশন পরিচালিত হয়েছে।
এপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার বলেন,চলমান এ কার্যক্রমের ফলে অপুষ্ট শিশুরা পুষ্টির আয়োতায় আসছে একি সাথে অভিভাবকদের মাঝে তৈরি হচ্ছে সচেতনতা।পিডি হার্থ গ্রুপ ও গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় পিডি হার্থ সেশন আগামীতেও চলমান থাকবে।