মীর এম এম শামীমঃ বিশ্ব ব্যাপি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শ প্রচার ও প্রসারের আনুষ্ঠানিকতা শুরু করছে ”বঙ্গবন্ধু ফাউন্ডেশন”। একই সঙ্গে অরাজনৈতিক এই সংগঠনটি বিগত ১৫ বছর আওয়ামী লীগ শাসিত বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও অগ্রগতির বাংলাদেশ নিয়েও প্রচারণা চালাবে বিশ্বের বিভিন্ন দেশে। বিশাল এই কর্মযজ্ঞের সূচনা হচ্ছে প্রথম বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল যে শহর সেই ”তিলত্তমা কলকাতা” থেকে। কলকাতা শহরেই গড়ে উঠেছিল বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম বৈদেশিক মিশন। আর সেখানেই প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা। সেই স্মৃতি নিয়ে আজও দাড়িয়ে আছে বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতা।
১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। তৎকালীন উপহাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে ‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ উজ্জাপিত হয় এখনও।
এই শহরের যেমন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বেড়ে বোলে উঠা তেমনি এই কলকাতাতে বসেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলে মনে করা হয়। বঙ্গবন্ধুর শিক্ষাজীবনের একটা বড় অধ্যায় কেটেছিল কলকাতায় ফলে এই শহরের আনাচে কানাচে তার ছিল অবাধ বিচরণ।
স্বাধীন হওয়ার পর ৬ ফেব্রুয়ারি ১৯৭২ সালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিদেশের মাটিতে প্রথম ঐতিহাসিক গণসংবর্ধনা পেয়েছিলেন স্বাধীন বাংলার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে শহর আজও বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবেও করে কুর্নিশ।
বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার মহতি এই উদ্যোগের সূচনাও হচ্ছে বঙ্গবন্ধুর প্রিয় শহর কলকাতা থেকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ভারত কমিটির উদ্যোগে এই কর্মসূচির সূচনা করবেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। সেখানে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিষয়ক মন্ত্রী শ্রী অরুপ রায় সহ প্রমুখ নেতৃবৃন্দ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার সহ দু’ দেশের সুনামধন্য বুদ্ধিজীবীগণ এবং বেশ কয়েকজন বাংলাদেশি কুটনীতিকও। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা পৌঁছনোর কথা রয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রীর।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির পথচলা ২০২১ সালে শুরু হলেও করোনার কারণে বিগত আড়াই বছর কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হয়নি। তবে, বর্তমানে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ২৬ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ভারত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মতাদর্শ ভারতের বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বিগত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের আগামীর পরিকল্পনা সম্পর্কেও ভারতবাসীকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করা হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার রোটারী সদন অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা” শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নিবার্হী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক, বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ নজরুল ইসলাম বাবু, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভকেট নূরুল ইসলাম ঠান্ডু, শিক্ষাবীদ ড. পবিত্র সরকার, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকার। ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও কলকাতা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক স্নেহাশিস সূর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, ডেভিড হালদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল হক ভুইয়া, সহ সভাপতি ড. বিপ্লব গোস্বামী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক অবণী কুমার ঘোষ।