কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাবিদ হাসনাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল-আমীন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩৫টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, খরগোশ, ঘোড়া, দুম্বা, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে মেলায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারীদের মধ্যে সেরা স্টল নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।