রানা খান,প্রতিনিধি,শ্রীপুর,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কর্মকর্তা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টায় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেবল তার মা ও বাবা ছিলেন।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে ঐ পুলিশ কর্মকর্তার বাবাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা।
এসময় অতিরিক্ত ডিআইজির ব্যবহৃত পুলিশের ইউনিফর্মও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁর বাবা আব্দুল বাতেন।
অতিরিক্ত ডিআইজির বাবা আব্দুল বাতেন বলেন, গতকাল রাত ১টার দিকে বারান্দার গ্রিল কেটে ৫/৭ জন ডাকাত ঘরে প্রবেশ করে। থানা থেকে এসেছেন বলে জানান। পরে তারাই ঘরের লাইট জ্বালায়, এরপর তাদের হাতে থাকা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১লাখ ১০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ ও পুলিশের ইউনিফর্ম নিয়ে যায়। পরে আরও কয়েক বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটবে আমরা যাতে চুপ থাকি এই বলে শাসিয়ে যায় ডাকাত দল। এ ঘটনার পর পুরো গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এবার পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটায় পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি তৎপরতার পাশাপাশি ডাকাতদের গ্রেফতার করে আইনের আশ্রয়ে নেয়ার দাবিও জানান ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই স্যার (অতিরিক্ত ডিআইজি) আমাকে জানালে সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুস্কৃতিকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।