নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি রবিবার কলকাতার রোটারী সদন অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা* শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অনুপ রায়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা ডক্টর মশিউর মালেক।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিস সুর, বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর রাধাকান্ত সরকার।
স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্ত:দেশীয় সমন্বয়কারী ও শ্যামলী যাত্রী পরিবহনের স্বত্বাধিকারী শ্রী অবনী কুমার ঘোষ, আয়োজক কমিটির সদস্য সচিব এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল হক ভুইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সাধারণ সম্পাদক মোজম্মেল হোসেন মুন্না।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, ডেভিড হালদার। সঞ্চালনা করেন শিশু ও মহিলা বিষযক মন্ত্রণালয়ের উপ সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সহ সভাপতি ড. বিপ্লব গোস্বামী।
আলোচনা সভা শেষে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।