অশ্রু দিয়ে লেখা
আমার পংক্তিগুলো
হৃদয়ের কান্নায় কালি হয়।
অদৃশ্যে ভাসে
কবিতা লিখার সাদা পাতা
কল্পনায় লিখতে থাকি অবিরত।।
সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নামে
ঘন কালো অন্ধকার
তখনও লিখতে থাকি
অদৃশ্য কাগজের পাতায়।
ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন
হয়ে যায় এই ধরা
স্মৃতিগুলো ভাসতে থাকে
চোখের সামনে।
হৃদস্পন্দনের ক্রিয়া বেড়ে যায়
ভিজে উঠে আঁখি!
মাঝে মাঝে হুতুম পেঁচা ডাকে
যেন অশনি সংকেত।
ঘুমাস নি কেন ? ঘুমিয়ে যা !
যেন অদৃশ্য অভিভাবকত্ব।
নেতিয়ে পড়ে মস্তিষ্কের নিউরণ গুলো। ঘুমের মধ্যে জেগে থাকা
স্বপ্ন লোকে তোমার স্মৃতি
তোমার নিষ্পাপ অভিশার
এক এক করে চলে
যেন সিনেমার পর্দা
ঘুমিয়েও স্বপ্নলোকে
সকলই অনুভব করি ——–