মোঃ পারভেজ খান,মোংলা,বাগেরহাটঃ নেশা মুক্ত সমাজ চাই , অবসরে মাঠে যাই এই শ্লোগান সামনে রেখে আধুনিক, আলোকিত মোংলা গড়ার প্রত্যয়ে মোংলা পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সাহেবের নামানূ্সারের ক্রিড়া সংগঠন শেখ আব্দুল হাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে –
মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ৮ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ মার্চ) দিনব্যাপী মোংলা হ্যালিপেড মাঠ (থানার মাঠ) ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ও শেখ আঃ হাই স্পোর্টিং ক্লাব এর আয়োজনে মোংলা পৌর ও ইউনিয়নের ৮টি ক্রিকেট দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুসলিম পাড়া স্পোর্টিং ক্লাব বনাম রেনেসা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় মুসলিম পাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রেনেসা স্পোর্টিং ক্লাব বিজয়ের গৌরব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা ক্রিড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেনেসা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার আঃ হান্নান, টেন টাইগার অন লায়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল ইসলাম দুলাল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, মোংলা যুব ফোরামের সভাপতি মোঃ পারভেজ খাঁন, শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।