হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাটে ৩ দিন ব্যাপী লালমনি লোক উৎসব এর শুভ উদ্বোধন হয়েছে।
শতবর্ষী সাংস্কৃতিক ঐতিহ্য এম, টি, হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী লোক উৎসবের উদ্বোধন করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫ ঘটিকায় লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আয়োজনে লালমনি লোক উৎসব ১৪২৯ উদযাপনে গ্রামীণ জনপদের জীবন বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।
সভাপতিত্ব করেন লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আহবায়ক সূফী মোহাম্মদ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, ড. মেহেজেবুন নেসা রহমান, সৈয়দপুর -কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি প্রমুখ।
এ সময় লালমনিরহাট লালমনি লোকউৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব মুনীম হোসেন খন্দকার প্রতীক, যুগ্ন সদস্য সচিব প্রদীপ কুমার রায়, সদস্য শামীম আহমেদ, আখতার হোসেন, উৎসব উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা রাশেদ, সদস্য সচিব হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমনি লোকউৎসব উদযাপন পর্ষদের সদস্য সঞ্চালনা করেন জাকির হোসেন।
এ উৎসবের ফুড ও বেভারেজ পার্টনার ছিলেন “প্রাণ”। উল্লেখ্য যে, আগামী ৪ মার্চ পর্যন্ত এই মেলা চলবে।