মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবনে শিকারীরদল হরিণ শিকার করে ছিলেকুটে মাংস লোকালয়ে নিয়ে আসার সময় টের পেয়ে অভিযান চালিয়ে জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন টহল ফাঁড়ির সদস্যরা।
সোমবার ভোরের বেলার দিকে কোবাতক টহল ফাঁড়ির ফরেষ্টগার্ডের বনকর্মীরা গহিন সুন্দরবনের কালিরচর সংলগ্ন চোরা মেঘনা নদী থেকে হরিণের মংস ও মাথা জব্দ করে।
এসময় অভিযানের খবর বুঝতে পেরে তিন শিকারী মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে ১টি নৌকা, ২০ কেজি হরিণের মাংস ও হরিণের মাথা জব্দ করে বনকর্মীরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিকারীকে সনাক্তকরণের চেষ্টা অব্যহত আছে। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। জব্দকৃত মাংস ও মাথা সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।