স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠনের দু’দিনব্যাপী ৫ ও ৬ মার্চ রবিবার ও সোমবার স্কুল মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ অনুষ্ঠানে সোমবার সমাপনী দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালী বলেন,, একটি স্কুল হলো ফুলের কাগান, শিক্ষার্থীরা হলো ফুল। ফুল থেকে ফলে পরিণত হয়।আমরা এ বাগানের পরিচর্যা করি।একজন শিক্ষক নিষ্লা বৃক্ষে ফল ফলানোর জন্য কাজ করে থাকেন।
তিনি আরও বলেন বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবক মিলে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে একজন শিক্ষার্থীর সুশিক্ষা অর্জন করা সম্ভব, অপুর্ণতাকে পুর্ণতা দিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করা সকলের উচিত।একজন শিক্ষার্থীর পরিচয় যেন হয় তার বিদ্যালয়ের পরিচয়।
এসময় উপস্হিত ছিলেন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রনবেন্দু রায়,প্রাক্তন প্রধান শিক্ষকস্বপন কুমার রায়,প্রাক্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধেন্ধু শেখর রায়,স্কুল পরিচালনা পর্ষদের সদস্য নিত্যানন্দ মিস্ত্রী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।