সাইফুর রহমান,জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ৮নং নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলাম ও সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা তাপাদারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ মার্চ সোমবার সকাল এগারোটার সময় বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ তাপাদারের সভাপতিত্বে, সহকারী শিক্ষক নাইমা সুলতানা ও মো: বখতিয়ার উদ্দিনের যৌথ পরিচালনায়, ৭ম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাদীর পবিত্র কুরআন তেলাওয়াত ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ময়নুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: জুবায়ের আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার,বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ আহমদ খাঁন,বিশিষ্ট শিক্ষানুরাগী আক্তার হোসেন চৌধুরী রুবেল,বিশিষ্ট শিক্ষানুরাগী আফজাল চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলাম,এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড সদস্য ছালিকুর রহমান,স্কুল ব্যবসস্থাপনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মশিউজ্জামান চৌধুরী শাহীন,বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুল কুদ্দুস, বিশিষ্ট শিক্ষানুরাগী ইশতিয়াক আজিম চৌধুরী জনি,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান।
মানপত্র পাঠ করেন তাহমিদা জান্নাত।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা ক্রেস্ট, বিদায়ী শিক্ষককে বিদায়ী ক্রেস্ট ,জাতীয় শিক্ষা পদক এর পুরস্কার ও লন্ডন প্রবাসী সৈয়দ মতলুব রেজার পক্ষ থেকে স্কুল ড্রেস শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয়।