রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ মাত্র এক বছরের শিশু মুস্তাকিম। জন্মের পর থেকেই সে অসুস্থ। শিশুটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মধ্যপাড়া এলাকার মিলন আলীর ছেলে।
মিলন আলী পেশায় একজন দিনমজুর আর মা গৃহীণি। অন্যের জমিতে কৃষি কাজ না করলে পেটে ভাত যায়না তাদের।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মুস্তাকিমের জন্মের পর বিভিন্ন সমস্যা দেখা দিলে কয়েকটি ডাক্তারের পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে জানা যায় শিশুটির হার্টে দুটি ছিদ্র রয়েছে। যা যত দিন যাচ্ছে তা তত বড় আকার ধারণ করছে। ডাক্তার বলেছে দ্রত অপারেশন করতে। আর সেই অপারেশন করতে প্রয়োজন প্রায় পাঁচ লক্ষ টাকা। সে কথা শুনে পিতা কোন কুল কিনারা পাচ্ছেন না।শিশুটির পিতা মিলন আলী বলেন, আমার তিন শতক জমির ওপরে বাড়ির ভিটা ছাড়া আর কোন সম্পদ নাই। আমি অন্যের জমিতে কাজ করে কোন মতে সংসার চালাই। এর মধ্যে এত বড় বিপদ। আমি কি করে আমার নিষ্পাপ সন্তানকে বাচাবো তা বুঝতে পারছিনা। চোখের সামনে সন্তান মৃত্যুর মুখে ঢলে পড়ছে কিন্তু আমি আমার সাধ্যে কুলাতে পারছিনা। তাই শিশুটির পরিবারের পক্ষ থেকে মানবিক সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে।
শিশুটির চিকিৎসা সহায়তা প্রদানের জন্য শিশুটির পিতা মিলন আলীর বলেন দেশ ও প্রবাসী ভাইদের সাহায্য পেলে
তাদের উসিলায় আমার বাচ্চা নতুন একটা জীবন পাবে।
সাহায্যের জন্য যোগাযোগঃ ০১৮৬১ ৭৯৭৩৫৭