লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় ০৪ হতে ০৬ মার্চ ২০২৩ খ্রি: শারীরিক সক্ষমতা যাচাই ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষাতে প্রার্থী হিসেবে মো: রাজু আহম্মেদ সজিব (১৯) (পিইটি সিরিয়াল নং ১৮১৯১১৬৩২), পিতা-সামসু উদ্দিন, সাং চর জিনারী, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ অংশগ্রহণ করে ৫ মার্চ ২০২৩ খ্রি: -এ অকৃতকার্য হয়। পরবর্তীতে উক্ত প্রার্থী নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), নারায়ণগঞ্জ এর স্বাক্ষর এবং ‘কৃতকার্য’ ও ‘যোগ্য’ লেখা ০২ সীল নকল করে তার এডমিট কার্ডে ব্যবহার করে ০৬ মার্চ ২০২৩ এর পরীক্ষাতে অংশগ্রহণের জন্য পুলিশ লাইন্স, কিশোরগঞ্জে প্রবেশ করে সকাল ১০:১০ ঘটিকার সময় নিয়োগ বোর্ডের কাছে এডমিট কার্ড উপস্থাপন করলে সেটিতে ব্যবহৃত স্বাক্ষর ও সীল প্রাথমিকভাবে নকল প্রতীয়মান হওয়ায় বোর্ড সদস্যগন তাকে প্রশ্ন করলে সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করা হয়। বিষয়টি সম্পর্কে কিশোরগঞ্জ মডেল থানায় সংবাদ দিলে এসআই দেলোয়ার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশ লাইন্সে এসে উক্ত নিয়োগ প্রার্থীকে হেফাজতে নেন। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত প্রার্থী স্বাক্ষর ও সীল নকলের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাইন্স সংলগ্ন জনৈক আমিনুল হক সুজনের বাসার উত্তর পার্শ্বে ফাকা জায়গা হতে ০২টি সীল (‘যোগ্য’ ও ‘কৃতকার্য’) ও ১টি সীল প্যাড উদ্ধার করা হয়। এছাড়াও জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ভিজিটিং কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত জিনিস জব্দ করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ১২ তারিখ ০৭-০৩-২৩ খ্রি:, ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১ দি পেনাল কোর্ড রুজু করা হয়েছে।